অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না : তারেক রহমান
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের প্রায় ১৫ বছরে তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না। কিন্তু তিন মাস পর সরকারের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সব দাবি পূরণ করা হয়ত অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষ পরিলক্ষিত হয়, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে না।
তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সংস্কার করতে গিয়ে অগ্রাধিকারের বিষয়টি যদি ভুল হয় তাহলে কিন্তু সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে।