Logo
Logo
×

রাজনীতি

যুবলীগ নেতা সোহাগ বনানীতে গ্রেপ্তার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

যুবলীগ নেতা সোহাগ বনানীতে গ্রেপ্তার

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান জানান, সোমবার সন্ধ্যায় বনানীর ২৭ নম্বর সড়ক থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে জানিয়ে পরিদর্শক মেহেদী বলেন, “বনানী থানায় সোহাগের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয় গত ১২ সেপ্টেম্বর। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

সোহাগ দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। ২০২০ সালের নভেম্বরে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক এই নেতা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন