Logo
Logo
×

রাজনীতি

হাতকড়া পরিয়ে আদালতে আনার বিষয়টি অসম্মানজনক : শাজাহান খান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

হাতকড়া পরিয়ে আদালতে আনার বিষয়টি অসম্মানজনক : শাজাহান খান

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাজাহান খান

সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, কারাগার থেকে হাতকড়া পরিয়ে আদালতে আনার বিষয়টি অসম্মানজনক, বিষয়টি সুরাহার জন্য বিচারকের কাছে মৌখিকভাবে আবেদন করেছেন তিনি। সোমবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির সময় এ আবেদন করেন তিনি।

এদিন সাবেক এমপি, মন্ত্রী ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হাতকড়া পরিয়ে আদালতে তোলা হলে শাজাহান খান বলেন, আমরা এখানে যারা আছি, তারা কেউ মন্ত্রী, কেউ এমপি, আইজিপি ছিলাম। আমাদের মোস্ট ওয়ান্টেড আসামিদের মতো হাতকড়া পরিয়ে আদালতে আনা হচ্ছে। আমরা কি পালিয়ে যাব? আমাদের অসম্মান করা হচ্ছে। আপনি (বিচারক) বিষয়টি দেখবেন। তখন বিচারক বলেন, বিষয়টি দেখবো।

তবে শাজাহান খানের মৌখিক এ আবেদনের ওপর আদালত কোনও সিদ্ধান্ত দেননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

এদিন সকালে শাজাহান খানসহ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা রেজাউল করিমকে পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন