Logo
Logo
×

রাজনীতি

ঢাকা উত্তরসহ চার মহানগর ও ৬ জেলার বিএনপির পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি অনুমোদন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

ঢাকা উত্তরসহ চার মহানগর ও ৬ জেলার বিএনপির পূর্ণাঙ্গ ও আহ্বায়ক কমিটি অনুমোদন

কমিটি গঠন করার আড়াই মাস পরই গত সেপ্টেম্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। আজ সোমবার সেই আংশিক কমিটি আবার গঠন করা হয়েছে। শুধু এই কমিটি নয়, এর পাশাপাশি আরও তিন মহানগর, ছয় জেলাসহ মোট ১০টি আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের ঘোষণা দিয়েছে বিএনপি।

গত ২৮ সেপ্টেম্বর বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এর আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে যখন কমিটি ভেঙে দেওয়া হয়, তখন এর কোনো কারণ বলা হয়নি। তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা সেই সময় প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। সে কারণে দল ব্যবস্থা নিয়েছে।

নতুন করে বিএনপির ঢাকা মহানগর উত্তরের যে আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেখানে আহ্বায়ক হয়েছেন আমিনুল হক। আর সদস্যসচিব হয়েছেন মোস্তফা জামান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির পাশাপাশি গতকাল (৪ নভেম্বর)  চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ও সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এই তিন মহানগরীর মধ্যে চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক কমিটিতে এরশাদ উল্লাহ আহ্বায়ক ও নাজিমুর রহমান সদস্যসচিব; বরিশাল মহানগরে মনিরুজ্জামান খান আহ্বায়ক ও মো. জিয়াউদ্দিন সিকদার সদস্যসচিব এবং সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিতে রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

গতকাল (৪ নভেম্বর) চার মহানগরীর পাশাপাশি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল (৪ নভেম্বর) এই কমিটিগুলো অনুমোদনের ঘোষণা দিয়েছেন। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন