Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতি প্রশ্নে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:০৩ পিএম

রাষ্ট্রপতি প্রশ্নে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দলটি।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। তারা হলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য আরিফুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান ও মুখপাত্র উমামা ফাতেমা।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজকের বৈঠকে তাঁরা (বিএনপি নেতারা) আমাদের কাছ থেকে বক্তব্য জেনেছেন। এ বিষয়ে নিজেদের ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তাঁরা। খুবই জেন্টল একটা ওয়েতে (আন্তরিক পরিবেশে) আমাদের কথাবার্তা হয়েছে। আশা করি, তাঁরা সেই জায়গাকে নিশ্চয়ই স্পষ্ট করবেন।’

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবির পক্ষে ঐকমত্য তৈরির জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে গত দুই দিনে দুই দফা বৈঠক করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন