Logo
Logo
×

রাজনীতি

জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন : তারেক রহমান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৯ এএম

জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন : তারেক রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘বর্তমানে দেশে কৃষক-শ্রমিক-দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। সরকারকে বলব, জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন। সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন।’

এজন্য প্রয়োজনে সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে বলেও মত দেন তারেক রহমান। শুক্রবার বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেডআরএফের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জুবাইদা রহমানও সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন