Logo
Logo
×

রাজনীতি

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

আজ বেলা দুইটার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, স্হায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গুলশান বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

বিএনপি এ বৈঠকে যাবে কি না, সে বিষয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো।

সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত সোয়া আটটার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে।

তবে গতকাল রাত নয়টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের নেতারা প্রথম আলোকে জানিয়েছেন, সর্বদলীয় এ বৈঠকের ব্যাপারে তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন