Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনই সব সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

নির্বাচনই সব সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিরাজনীতিকীকরণের মনগড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নির্বাচনই সব ব্যবস্থার সংস্কারের প্রথম ধাপ বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। বিরাজনীতিকীকরণের মনগড়া তত্ত্বে জনপ্রিয় বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। ওটা এরশাদ (এইচ এম এরশাদ), ওয়ান-ইলেভেন পারেনি। আর এখন তো বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ দলকে নিশ্চিহ্ন করা যাবে না।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন