জামায়াতকে রিজভী: একাত্তরে আপনাদের ভূমিকা কী ছিল?
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা কী ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেটে “আমরা বিএনপি পরিবারে”র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন করেন।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, “জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে (জামায়াত ইসলামী) বলতে চাই, ইসলামপন্থি সেই রাজনৈতিক দল, আপনাদের একাত্তরে ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক- এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।”
স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান, লড়াই করেছেন। পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।”
৭১ পূর্ববর্তী স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল উল্লেখ করে রিজভী বলেন, “শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তার নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।”
পাঠ্যপুস্তক সম্পর্কে রিজভী বলেন, “কয়েকজন জাতীয় নেতৃবৃন্দের নামে পাঠ্যবইয়ে অধ্যায় করা হয়েছে। কিন্তু স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি অধ্যায় রাখলে ভালো হতো। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখলে তা পূর্ণতা পেত।”