Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন ও নতুন দল গঠনের’ তৎপরতা নিয়ে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ এএম

নির্বাচন ও নতুন দল গঠনের’ তৎপরতা নিয়ে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠকদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতার পরিপ্রেক্ষিতে আবারও ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে বিএনপি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে কার্যত বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের মনোভাব যাচাই করছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিতে চাইছে যে যুগপৎ আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চায়।

শনিবার প্রথম দিনে যুগপৎ এর শরিক ১২–দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক মতবিনিময় হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। জানা গেছে, দু–এক দিনের মধ্যে অন্য সমমনা দলগুলোর সঙ্গেও ধারাবাহিক বৈঠক হবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন