মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে: জি এম কাদের
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ এএম
জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জি এম কাদের।
অদৃশ্য একটি শক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের।
তিনি বলেছেন, ‘যাঁরা উপদেষ্টা আছেন, তাঁদের সম্বন্ধে আমি জানি। তাঁরা অত্যন্ত যোগ্যতাসম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি, তাঁরা দেশের স্বার্থেই কাজ করছেন। কিন্তু মনে হচ্ছে, একটি অদৃশ্য শক্তি আছে, যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অর্ধেক মানুষকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে।’
মঙ্গলবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।
দেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করে জি এম কাদের বলেন, দেশকে শুধু দুই ভাগ করা হয়নি, এক ভাগকে অন্য ভাগের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে, দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগ যেন বাধ্য হয়ে তাদের (অদৃশ্য শক্তি) সহায়তা করছে। এমন বাস্তবতায় কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। যেকোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিপুল জনসংখ্যা অধ্যুষিত এমন একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে।