রিউমর স্ক্যানারের প্রতিবেদন
ভিন্ন ব্যক্তিকে চিন্ময়ের আইনজীবী দাবিতে মিথ্যা তথ্য ভারতীয় গণমাধ্যমে
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম
ছবি: রিউমর স্ক্যানারের ওয়েবসাইট থেকে নেওয়া
গত ২৫ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পরদিন ২৬ নভেম্বর পুলিশ তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করলে তিনি আদালতে জামিন আবেদন করেন। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ০৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি থাকলেও তার পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় তা পিছিয়ে আগামী ০২ জানুয়ারি ধার্য করে আদালত।
এরই প্রেক্ষিতে, ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাস তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন।
পোস্টে হাসপাতালে চিকিৎসারত এক আহত ব্যক্তির একটি ছবি যুক্ত করে তিনি দাবি করেন, ছবির আহত ব্যক্তির নাম রমেন রায়। তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মুসলিমরা রমেন রায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ওপর হামলা করেছে। সে এখন আইসিইউতে আছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নন বরং, আহত রমেন রায় আইনজীবী হলেও তিনি চিন্ময় কৃষ্ণ দাসের মামলার সাথে সম্পৃক্ত নন৷ প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর শাহবাগে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় রমেন রায় আহত হন। তবে তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি।