Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রামে আইনজীবী হত্যা

ইসকনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

ইসকনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।

চট্টগ্রামে ইসকনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েবের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন দুপুরে একাডেমিক সভায় তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ এনে শিক্ষার্থীরা বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তাঁরা ওই শিক্ষার্থীর সঙ্গে ইসকনের সম্পৃক্ততা ও হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে দাবি করেন।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ান চিন্ময়ের অনুসারীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনটি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২৮ জনকে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন