ফাইল ফটো
রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টকর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।
আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৩ সেপ্টেম্বর পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।