Logo
Logo
×

জাতীয়

রাজধানী

জুরাইন রেলক্রসিং : সরে গেছেন রিকশাচালকেরা, চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

জুরাইন রেলক্রসিং : সরে গেছেন রিকশাচালকেরা, চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

জুরাইনে ব্যাটারিচালিত রিকশার চালকেরা রেললাইন অবরোধ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

রাজধানীর জুরাইন রেলক্রসিং থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা সরে যাওয়ার পর আজ শুক্রবার বেলা তিনটার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন।

গতকাল বৃহস্পতিবারও রাজধানীর চারটি জায়গায় ছয়-সাত ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। দুপুরে মহাখালীতে রিকশাচালকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন। গতকাল সকাল ৯টা থেকে প্রায় ৬ ঘণ্টা ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

গত মঙ্গলবার হাইকোর্ট  ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন