Logo
Logo
×

জাতীয়

মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন রিকশাচালকরা, ট্রেন চলাচল বন্ধ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন রিকশাচালকরা, ট্রেন চলাচল বন্ধ

বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

রাজধানীর মহাখালীতে রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এ নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

আজ সকাল থেকে মহাখালী ছাড়াও আগারগাঁও ও মাজার রোডে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মহাখালীতে সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালকরা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েকশ রিকশাচালক রেলপথ অবরোধ করেন। রেললাইন অবরোধ করায় আজ সকাল পৌনে ১০টা থেকে দেশের অধিকাংশ অংশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন