রাজধানী
সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
সায়েন্স ল্যাবে সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকার সড়কগুলোয় অসহনীয় যানজটের সৃষ্টি হয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক জানিয়েছেন।
দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পিছু হটেন।