Logo
Logo
×

জাতীয়

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা।

এতে সারা দেশেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে ডিসেম্বর থেকে শীত জেঁকে বসতে পারে। আর রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য-ডিসেম্বর থেকে।

শনিবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

একই সঙ্গে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পর্যালোচনায় এ অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন