প্রতিমন্ত্রী মর্যাদায় তিন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:০০ পিএম
বাঁ থেকে খোদা বকশ চৌধুরী, সায়েদুর রহমান ও আমিনুল ইসলাম।
প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এরমধ্যে খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১১ নভেম্বর) মন্ত্রীপরিষদ বিভাগের ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।