মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে : প্রধান উপদেষ্টা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় বিশ্বমানের গবেষণা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে বিজ্ঞানচর্চা এগিয়ে নেওয়ার প্রয়োজনীয় সংস্কার করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। এজন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংস্কারের চাহিদা নিয়ে কাজ করা হবে বলে উল্লেখ করেন ড. মুহাম্মদ ইউনূস।