Logo
Logo
×

জাতীয়

সাবিনাদের রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার অভিনন্দন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম

সাবিনাদের রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার অভিনন্দন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নেপালে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ অক্টোবর) রাতে এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি এ অর্জন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন। আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়কে যারা আমাদের এ গৌরব এনে দিয়েছ।’

এর আগে বুধবার সন্ধ্যায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে বাংলাদেশ। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন