Logo
Logo
×

জাতীয়

ষড়যন্ত্র নয়, কৌতূহল : বলছেন মতিউর রহমান চৌধুরী

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম

ষড়যন্ত্র নয়, কৌতূহল : বলছেন মতিউর রহমান চৌধুরী

মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী

রাষ্ট্রপতির বক্তব্যসংবলিত বহুল আলোচিত প্রতিবেদনটির প্রতিবেদক, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী গত সোমবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এটা আমাকে বলেছেন, (পদত্যাগপত্র) তার কাছে যায়নি। কিন্তু উনি তো এটা বলেননি যে পদত্যাগ অবৈধ, এটা ঠিক না। বঙ্গভবন থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে মীমাংসিত ইস্যু নিয়ে বিতর্কের কিছু নেই। উনি যথার্থই বলেছেন।’

সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের আড়াই মাস পর তার পদত্যাগপত্রের ইস্যুটিকে কেউ কেউ ষড়যন্ত্র মনে করছে- এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ সময় এই সিনিয়র সাংবাদিক আরও বলেন, ‘এটা ষড়যন্ত্র কেন? আপনি অবাধ তথ্যপ্রবাহ চান, আবার ষড়যন্ত্রও দেখতে চান, তাহলে তো হবে না।... আড়াই মাস কেন? আড়াই বছর পরেও বিতর্ক হতে পারে। কারণটা হচ্ছে যে একটা কৌতূহল থেকে। যেহেতু সজীব ওয়াজেদ জয় বললেন যে, পদত্যাগ করেননি। একবার বললেন, করেছেন। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছিল। আর এই কৌতূহল থেকেই আমার প্রশ্ন করা।’ 

উল্লেখ্য, গত শনিবার মানবজমিনের প্রকাশনা ‘জনতার চোখ’-এর প্রচ্ছদ প্রতিবেদন ‘নেপথ্যের গল্প’তে সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন, তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বিষয়টি নিয়ে তারপর সারা দেশে তোলপাড় দেখা দেয়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন