অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
রাষ্ট্র সংস্কার বিষয়ে দ্বিতীয় দফায় শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ফের সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম থাকতে পারেন। গত সংলাপেও তারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।
বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ সংলাপ হবে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব)।