Logo
Logo
×

জাতীয়

ডিসেম্বরের মধ্যে বাজারে আসছে আমার দেশ পত্রিকা : মাহমুদুর রহমান

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম

ডিসেম্বরের মধ্যে বাজারে আসছে আমার দেশ পত্রিকা : মাহমুদুর রহমান

শুক্রবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান

ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এ পত্রিকা তুলে দেব। হাতে আড়াই মসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করব।’

আমার দেশের এই প্রকাশক বলেন, ‘আমরা কোনো ব্যবসায়ী নই। এ পত্রিকা চালাব আর লেখালেখি করব। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাব। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলজি দরকার। এগুলো সেটআপ করতে হবে। যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেওয়া উচিত, সেটা আমার দেশের নেই। তবু আমার ধারণা লড়াই করতে পারব।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন