Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১১:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ১৭ অক্টোবরছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কেটে গেছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিগত সরকারের একটি অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ টানাপোড়েন কেটে গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ‘বিগত সরকারের সময়ে শেষ দিকে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটু টানাপোড়েন হয়েছিল। এটি আমরা সবাই জানি, অস্বীকার করার কোনো অর্থ হয় না। আমি মনে করি সে জিনিসটি কেটে গেছে। আমাদের একটি নীতি রয়েছে, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল এ নীতির ব্যত্যয়, সেটাকে আমরা সঠিক করতে পেরেছি।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন