ফাইল ফটো
সৌদি আরবের উদ্দেশে উড়াল দিয়েছেন ৪১৫ হজযাত্রী। বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা করে।
এরপর বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন আরও ৪১৭ জন। ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
এ ছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এ ফ্লাইটেরও উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তিনটি ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে ২ হাজার ৭৮৫ হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজি পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭, সিলেট থেকে জেদ্দায় ৫, ঢাকা থেকে মদিনায় ৯, চট্টগ্রাম থেকে মদিনায় ২ এবং সিলেট থেকে মদিনায় ১টি যাবে।
এর আগে বুধবার আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হজ পালিত হবে।