Logo
Logo
×

জাতীয়

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ারের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল

সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। তিনি বলেন, এ অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।

এদিকে সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আগের সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করেছে সরকার।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন