Logo
Logo
×

জাতীয়

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকা নবম

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, ঢাকা নবম

বৃষ্টির পর বায়ুদূষণ তালিকায় কিছুটা উন্নতি হলেও রাজধানী ঢাকার বাতাসের মান এখনও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১২৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম।

এ তালিকায় ভারতের দিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই ও মিসরের কাইরো যথাক্রমে ১৮৪, ১৬০ ও ১৫৭ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন