চিরবন্ধু আরিফ ও অর্জুন: স্মরণ ও বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪৯ এএম
আরিফুল ইসলাম আরিফ এবং সৌভিক করিম অর্জুন-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘চিরবন্ধু আরিফ ও অর্জুন’ শিরোনামে স্মরণ সভার আয়োজন করেছে সহযোদ্ধা-বন্ধু-স্বজনরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার রুমে আগামীকার শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য গত বছর ৭ নভেম্বর ঢাকায় ইস্কাটনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত (কাঠামোগত হত্যাকাণ্ডের শিকার) এ দুজনের লেখার একটি সঙ্কলনের মোড়ক উন্মোচন করা হবে। উল্লেখ্য, আরিফুল ইসলাম প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং পরবর্তিতে গণমুখী রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় নেতা হিসেবে কাজ করেছেন।
সৌভিক করিম বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশাজীবনে আরিফুল ইসলাম সৃজনশীল প্রকাশনা শিল্পে যুক্ত ছিলেন এবং সৌভিক করিম বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার পাশাপাশি ভিন্নধর্মী সঙ্গিত চর্চা ও গবেষণায় নিয়োজিত ছিলেন। আরিফ ও অর্জুনের বিভিন্ন সময়ের সহযোদ্ধা, সহকর্মী, বন্ধু ও স্বজনদের উদ্যোগে এই স্মরণ সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আরিফুল ইসলাম ও সৌভিক করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য- তাসলিমা আখতার, সমগীত-এর শিল্পী ও সংগঠক বীথি ঘোষ, শিক্ষক লাইকা বশির, এবং শিক্ষক ও শিল্পী শরীফুল ইসলাম। আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন গবেষক প্রাবন্ধিক ফিরোজ আহমেদ, গণসংহতি আন্দেলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন, নৃতাত্ত্বিক রেহনুমা আহমেদ-সহ অন্যান্যরা। সঙ্গিত পরিবেশন করবেন শিল্পী শায়ান, প্রবর রিপন, এবং মুয়িজ মাহফুজ।