Logo
Logo
×

লাইফ স্টাইল

ঈদে পাঞ্জাবির কালেকশন এনেছে কে ক্র্যাফট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১২:৪৫ এএম

ঈদে পাঞ্জাবির কালেকশন এনেছে কে ক্র্যাফট

পছন্দের পাঞ্জাবি নিয়ে এসেছে ফ্যাশন হাউজটি। ছবি: কে ক্র্যাফট

সব বয়সী পুরুষদের ঈদ পোশাক নির্বাচনে প্রথমেই থাকে পাঞ্জাবি। যেহেতু এবারের ঈদ গ্রীষ্ম কেন্দ্রিক তাই আরামদায়ক পোশাকই থাকবে ফ্যাশনে।

ঈদের সকালে নামাজ থেকে শুরু করে সারাদিনের ঘোরাঘুরি-আড্ডা এবং রাতে ঈদের পার্টিতে পাঞ্জাবির কোনো বিকল্পই হয় না। ঈদ পোশাক হিসেবে পাঞ্জাবির আবেদন একটুও কমেনি, বরং রয়েছে এর আলাদা কদর।  

ক্রেতাদের চাহিদা এবং পরিবেশ, আবহাওয়া ও আরামের বিষয়টি মাথায় রেখেই ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে। এই তালিকায় রয়েছে ফ্লোরাল, স্ট্রাইপ, সেভরন বা জিওমেট্রিক প্যাটার্নে উইভিং ডিজাইনের জ্যাকার্ড কটন, কটন, টু-টোন, নীব কটন, ভিসকজ, লিনেন ইত্যাদি।

চলতি ধারার পাশাপাশি অনেকে ঐতিহ্য এবং আধুনিকতাকে একসঙ্গে ধারন করতে চান। তাদের জন্য কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পাঞ্জাবির কলার প্লেটে বিশেষ ভাবে এমব্রয়ডারি, বীড এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্টের কাজ করা হয়েছে। ইয়ক বা বুকে এবং হাতাতে অল্প কাজ করা হয়েছে। প্লেইন ফ্যাব্রিকের ক্ষেত্রে খুব হালকা প্রিন্ট, এমব্রয়ডারি এবং কারচুপির কাজে জরির সুতার সাথে ম্যাচ করা বাটন এর ব্যবহার হয়েছে।  কাট বেইজ&ড পুরো পাঞ্জাবি জুড়ে প্রিন্টের ব্যবহার সাথে মেটাল বাটনেও করা হয়েছে পাঞ্জাবি যা আজকাল তরুন প্রজন্মের কাছেও পছন্দের। এছাড়াও থাকছে এক রঙা পাঞ্জাবিও। বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই আলাদা আলাদাভাবে একই মোটিফ এবং রঙ ম্যাচ করে পরতে পারবেন।

মুঘল, আলাম ট্রাইবাল, ইজিপশিয়ান অর্নামেন্টস, জিওমেট্রিক, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ওরিয়েন্টাল,  কাশ্মিরি, মিক্সড, ফ্লোরাল, আর্ট, এথনিক সহ নানা মোটিফের নকশা করতে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রীন প্রিন্ট, কারচুপির কাজ। রঙের ক্ষেত্রে প্যাস্টেল শেড ছাড়া অন্যান্য হালকা রঙ যেমন আছে, তেমনি আছে  কফি, এনটিক ব্লু, মিড নাইট ব্লু, এশ, ব্রিক রেড, ক্রিমসন রেড, হোয়াইট, অফ-হোয়াইট, পীচ, স্যালমন রেড, রাস&বেরি, অ্যাকুয়া মেরিন, অ্যাকুয়া গ্রীন, মেরুন, ইয়েলো গোল্ড রঙের পাঞ্জাবিও।  

এসব পাঞ্জাবি পাবেন ১ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা। সঙ্গে অনুষঙ্গ হিসেবে বেছে নিতে কালেকশনে থাকবে কাতান, সিল্ক এবং কটন কাপড়ে হালকা ও ভারী প্রিন্ট করা কটি। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে কিনতে পারবেন ঈদ পোশাক। এছাড়া অর্ডার করা যাবে ফেসবুক পেজ থেকেও।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন