ব্রেকিং |
প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় সিঙ্গেল লেডি সাফা, দেখে নিন তাঁর ওয়েস্টার্ন ৭ লুক
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
আবেদনময় ড্রেসের লুকে সাফা আকর্ষণ ছড়ান প্রায়ই।
শাড়ি বা এথনিক পোশাকে যেমন মোহনীয় সাফা, তেমনি পশ্চিমা পোশাকেও অত্যন্ত স্বচ্ছন্দ ও আকর্ষণীয় তিনি। ডিজাইনার গাউন থেকে শুরু করে ক্যাজুয়াল জিন্স আর টিশার্ট বা আবেদনময় ড্রেসের লুকে সাফা আকর্ষণ ছড়ান প্রায়ই। এদিকে এই পরমা সুন্দরী সিঙ্গেল লেডি কবে বিয়ে করছেন আর প্রেম করছেন কিনা এমন সব প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে আবার। সিঙ্গেল লেডি সাফা কবিরের পশ্চিমা পোশাকের ১০টি আকর্ষণীয় লুক দেখে নিই চলুন তবে তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরে।