ব্রেকিং |
জামদানির ব্যতিক্রমী লুকে ফিল্মফেয়ারে জয়া
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পিএম
ব্যতিক্রমী ড্রেপিংয়ের জামদানির লুকে ফিল্মফেয়ারে জয়া।
বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে দেশে বিদেশে অত্যন্ত জনপ্রিয় জয়া আহসান। যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তিনি প্রায়ই আমাদের দেশের গৌরবময় ঐতিহ্যের প্রতীক জামদানি বেছে নেন। তবে এবার ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারের অনুষ্ঠানে থ্রেড বিডি এর জামদানি শাড়িকে অনেকটা দেবসেনা ঘরানার ড্রেপিং সহযোগে ব্যতিক্রমী আমেজে উপস্থাপন করলেন তিনি। ইন্সটাগ্রামে নিজেই লিখেছেন, এই লুকের অনুপ্রেরণা চিত্রকর্মে যুদ্ধরত রানিদের সাজপোশাক। নিচে দেবসেনা ড্রেপের এক দিক খোলা প্যাটার্নে থাই স্লিট গাউনের লুক এসেছে। ওপরে র্যাপ প্যাটার্নে প্লিট করে সেট করা হয়েছে। কোমরে ঘুঙুরের বেলটের ব্যবহারে পেঁচিয়ে আনা আঁচল পরিপাটি করে আটকে দেওয়া। পুরো স্টাইলিং করেছেন ভারতের বিখ্যাত স্টাইলিস্ট প্রসেনজিত দাস রিশভ। চলুন তবে জয়া আহসানের ইন্সটাগ্রাম থেকে দেখে নিই তার নতুন এই লুক।