Logo
Logo
×

লাইফস্টাইল

পুষ্পা-২ ক্রেজ: শাড়ি-লেহেঙ্গায় অপরূপা রাশমিকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

পুষ্পা-২ ক্রেজ: শাড়ি-লেহেঙ্গায় অপরূপা রাশমিকা

মুক্তির অপেক্ষায় থাকা পুষ্পা-২ সিনেমার কল্যাণে রাশমিকা মান্দানাকে নিয়ে ক্রেজ এখন তুঙ্গে। রাশমিকাকে বছরের সেরা বলিউড ক্রাশ বলা হয়। পরিমিত আবেদনময়তা, মিষ্টি হাসি আর প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে সব লুকেই মন কাড়েন তিনি। তবে দেশি লুকে জুড়ি নেই এই সুন্দরী অভিনেত্রীর। দক্ষিণ মাতিয়ে এনিম্যাল সিনেমার মাধ্যমে বলিউড জয় করেছেন রাশমিকা। ইন্সটাগ্রামে প্রায়ই শাড়ি আর লেহেঙ্গার লুকে চোখ জুড়ানো সব ছবি পোস্ট করেন তিনি। আর ভক্তরাও দেশি লুকে অপরূপা রাশমিকার রূপে মজে থাকেন। চলুন তবে এই সুন্দরীর এমন কিছু সাম্প্রতিক লুক দেখে নিই।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন