ব্রেকিং |
ফ্রেঞ্চ প্যাটিসেরির স্বাদ নিয়ে বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠছে বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া। এবার মিরপুরের ৬০ ফিট এলাকায় চালু হলো তাদের আরও একটি নতুন আউটলেট। এখানে মিলবে অথেনটিক কেক ও পেস্ট্রি, মজাদার ডোনাট, কুকিজ, ডেজার্ট এবং নানা ধরনের ফ্রেশ স্যাভরি আইটেম। তাদের প্রতিটি আউটলেটে রয়েছে ডাইন-ইন এবং টেকঅ্যাওয়ে সুবিধা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘যাত্রা শুরুর পর থেকেই অথেনটিসিটি, ফ্রেশনেস ও সঠিক হাইজিন মেনে চলার কারণে লা ডেলিশিয়া ঢাকায় একটি স্বনামধন্য বেকারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মিরপুর ৬০ ফিট এলাকার বাসিন্দাদের কাছে আমাদের ফ্রেঞ্চ বেকারির স্বাদ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’
লা ডেলিশিয়ার অন্যান্য আউটলেট রয়েছে মোহাম্মদপুর, মিরপুর, রূপনগর, বসুন্ধরা এবং উত্তরায়। গ্রাহকরা লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে সহজেই অনলাইন অর্ডার দিতে পারবেন। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। ঠিকানা: ২২০/২, আমতলা, পীরেরবাগ, ৬০ ফিট, মিরপুর, ঢাকা।