Logo
Logo
×

লাইফস্টাইল

ঈদ পোশাক এনেছে ডিমান্ড ও তাভাস

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১২:৩১ এএম

ঈদ পোশাক এনেছে ডিমান্ড ও তাভাস

পরিবারের সবার জন্য রয়েছে পোশাক। ছবি: ডিমান্ড ও তাভাস

এবাররে ঈদ গরমে, তাই আরামদায়ক পোশাক নিয়ে হাজির হয়েছে দেশীয় দুই ফ্যাশন ব্র্যান্ড ডিমান্ড ও তাভাস। তাদের এবারের ঈদ কালকেশনে পোশাক থিম সমুদ্র এবং রোদ্রজ্জল আবহ থেকে অনুপ্রাণতি হয়ে করা হয়েছে। পোশাকে বিভিন্ন মোটিফ ও প্যার্টান নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডশিনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে তাদের কালেকশনে।

তাভাসে মেয়েদের জন্য পাবেন কামিজ, লন থ্রিপিস, পার্টি থ্রিপিস,  কুর্তি, ফ্যাশন টপস ও কাফতান ইত্যাদি। আর ছেলেদেরে জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, র্কাগো প্যান্ট ও পায়জামা। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যার্টানে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স ও ট্রেন্ডের ভিন্নতাও। এসব পোশাকে ব্যাবহার করা হয়েছে কটন, ভিসকস, র্শাটনি, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যার্কাড কটন, ডিব কটন, জর্জেট ও সিল্কি।

তাভাস এবং ডিমান্ডের ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যার্টানের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকরে মূল্য নির্ধারণ করা হয়েছে। ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকায় মিলবে তাদের পোশাক। পাশাপাশি এক্সক্লুসভি পাঞ্জাবি তাদের ঈদের কালকেশনের মূল আর্কষণ। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে শার্ট বা ফতুয়া। লং প্যান্টরে পাশাপাশি রয়েছে কোর্য়াটার প্যান্ট। সাদা ও ভাইব্রেন্ট রঙের পাঞ্জাবি থাকছে তাদের কালেকশনে। তাভাস এবং ডিমান্ড’ এবার ঈদের বিশেষ আয়োজনরে মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন