Logo
Logo
×

লাইফস্টাইল

তাহুরে ঈদের নতুন কালেকশন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

তাহুরে ঈদের নতুন কালেকশন

দেশে এবং দুবাইয়ের বাজারে মিলবে তাদের পোশাক। ছবি: তাহুর

ঈদের নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড তাহুর। দেশের পাশাপাশি দুবাইয়ের বাজারে মিলবে তাদের উৎসব উপযোগী এসব পোশাক।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কালকশনটি দই দেশের মানুষের কথা মাথায় রেখে করা হয়েছে প্রতিটা ডিজাইন। এরই মধ্যে তাহুরের দুবাই, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আউটলেটে পাওয়া যাচ্ছে ঈদ সংগ্রহের প্রথম পর্বের পোশাক।

পুরো রমজান মাস জুড়ে তাহুর প্রতি সপ্তাহে ঈদের নতুন কালকশন নিয়ে আসার পরিকল্পনা করেছে। অর্থাৎ রমজানের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মোট চারটি ঈদ কালকশন পাওয়া যাবে ব্র্যান্ডের ক্রেতাদের জন্য। আউটলেটের পাশপাশি অনলাইনেও পাওয়া যাবে এই ঈদ কালকশন। অনলাইনে কিনতে চাইলে ভিডিট করতে হবে www.tahoorstudio.com ওয়েবসাইটে।

তাহুরের নিজস্ব আউটলটের পাশাপাশি ইউনিমার্টে পাওয়া যাচ্ছে নির্দিস্ট কিছু কালেকশন। দুবাইয়ের মাল্টি ব্র্যান্ড ডিজাইনার আউটলেট জুমেরাহতেও আছে তাহুরের উপস্থিতি। এই জায়গাটিকে বলা হয় ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’। যেখানে কেবল দুবাইয়ের স্থানীয় ডিজাইনাররাই তাদের পোশাক প্রদর্শন করতে পারে। আর এই ‘দ্য ডিসট্রিক্ট ভেন্যু’র ক্রেতার হচ্ছেন দুবাইয়ের অভিজাত শ্রেণী। সে কারণেই ডিজাইনাররা তাদের সিগনেচার ও প্রিমিয়াম কালকশনগুলোই সেখানে প্রদর্শন করে থাকে। দুবাইয়ে তাহুর রেজিস্টার্ড ব্র্যান্ড হওয়ায় জুমেরাহতে তাদের পোশাক প্রদর্শনের সুযোগ হয়েছে।

এ বছর তাহুর একটি বিশেষ কালকশন নিয়ে এসেছে যা বাংলাদেশ ও দুবাইয়ের বাজারে একই সঙ্গে পাওয়া যাবে। যাঁরা দীর্ঘ বারো বছর ধরে তাহুরের সঙ্গে আছেন। বিশেষ করে তাদের জন্য বাংলাদেশের বাজারে আভিজাত্যময় একটি কালকশন নিয়ে এসেছে তাহুর।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন