ব্রেকিং |
শীতের নতুন কালেকশন এনেছে লা রিভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:১১ এএম
ফ্যাশন প্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় ঋতু শীত প্রায় আসন্ন। এই শীতে কেমন পোশাক পরবেন? তারই জানান দিয়েছে লা রিভ। শীতের ফ্যাশনেবল নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডটি। তাদের কালেকশনে যেমন রয়েছে ক্লাসিক পোশাক, ঠিক তেমনি সঙ্গে মিলবে ওয়েস্টার্ন ফিউশন। এছাড়া জমকালো উইন্টার পার্টির সেরা ডিজাইন তো রয়েছেই। তবে সব কালেকশনে রয়েছে দেশীয় ছোঁয়া।
উইন্টার ২০২৪ কালেকশনকে তারা বলছে ক্যাওস। মহাবিশ্বের শুরু থেকে প্রকৃতিতে ঋতুর পরিবর্তন, সবই শুরু ক্যাওস বা বিশৃঙ্খল একটি অবস্থা থেকে। ক্যাওসের সূত্র ধরেই আসে সৃষ্টি, শান্তি আর সম্প্রীতি। এমনই একটি ইতিবাচক ভাবনাকে রঙ ও প্যাটার্নে ডিজাইন করা হয়েছে নতুন এই কালেকশনে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ক্যাওস থেকে সৃষ্ট ইতিবাচকতার সকল এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছে এই কালেকশনে। যেকোনো অনুভূতি প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রঙ, একে প্রাধান্য দিয়েই প্রিন্টস্টোরি গুলো সাজানো হয়েছে। প্রধান বা সেন্টিমেন্ট কালারের নাম লাভা, সাথে প্রাইমারি কালার প্যালেটে লাভার মতো বোল্ড ও ডার্ক শেডগুলোকে বাছাই করা হয়েছে।’
লা রিভের এই কালেকশনের প্রধান প্রিন্ট স্টোরিগুলোর মধ্যে আছে অ্যাজটেক ইন্সপিরেশন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক মোটিফ ও উজ্জ্বল রঙের সমন্বয়ে এই প্রিন্টস্টোরি তৈরি হয়েছে। ম্যাট ফিনিশে কালার-পপ থিমে সাজানো প্রিন্ট স্টোরির নাম অ্যাসিডিক গ্রোথ। উজ্জ্বল রেখার কাজ নিয়ে সাজানো হয়েছে টুইস্টেড লাইনস ও ক্যালাইডোস্কোপিক প্রিন্ট।
তাদের আরেকটি জনপ্রিয় কালেকশন, ডেনিম কিউরেশনে এবার অক্সি-ওয়াশে ইফেক্ট ব্যবহার। শীতের টাইমলেস ক্লাসিক-প্লেইড ও চেক প্রিন্টে প্লেফুল ফ্লোরাল ও জিওমেট্রিক প্রিন্ট যোগ হয়েছে এবার। আন্তর্জাতিক ফ্যাশন র্যাম্প থেকে বাছাই করা বোহেমিয়ান ও পেইজলি প্রিন্টও দেখা যাবে এবারের কালেকশনে। স্ট্রিট-আর্ট টাইপোগ্রাফি, অ্যানিমেল প্রিন্ট ও কোলাজ ফিউশন নামে তৈরি হয়েছে আরও তিনটি প্রিন্টস্টোরি।
শুধু প্রিন্টস্টোরি নয়। শীত উপলক্ষে ফেব্রিক-সিলেকশনেও বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। কটন ও ভিসকসের সাথে উষ্ণতা নিশ্চিত করতে যোগ হয়েছে সিঙ্গেল জার্সি, ফ্রেঞ্চ টেরি, ইন্টারলক ও মোডালের মতো নিট ফেব্রিক। উইন্টারের লাক্সারি কালেকশন সাজানো হয়েছে চেক, টুইড, উলেন, হাউন্ডসটুথ, প্রিন্স অফ ওয়েলসের মতো উষ্ণ ও আরামদায়ক কাপড় দিয়ে। কাপড়ের পাশাপাশি চলতি ট্রেন্ড থেকে বাছাই করা প্যাটার্নেও বিশেষ নজর দিয়েছে তারা। যেমন, হাল আমলের ল্যাপেল কলার, শল কলার, স্টেটমেন্ট কলার, লুজ স্লিভস, ভি-নেক বোটনেক ও স্টেটমেন্ট কলার, রেট্রো ফ্লেয়ারের মতো ট্রেন্ডি প্যাটার্ন সবাইকে ট্রেন্ডে থাকার আনন্দ দেবে। পাশাপাশি রাখা হয়েছে স্টাইলিশ ইনফিনিটি মাফলার, ম্যাচিং বিনি ক্যাপ ও মাফলার এবং ম্যাচিং বটমস।
নারীদের জন্য রয়েছে সিঙ্গেল ও ডবল ব্রেস্টেড জ্যাকেট, ওপেন ফ্রন্ট জ্যাকেট ও স্টেটমেন্ট ব্লেজার। আরও থাকবে সোয়েটার, কার্ডিগান, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিক, সোয়েটশার্ট, শাল ও পঞ্চ। ট্র্যাডিশনাল সেগমেন্টে যোগ হয়েছে সালোয়ার কামিজ, টিউনিক, সিঙ্গেল কামিজ, আবায়া, শ্রাগ, কাফতান, টপ, লং ড্রেস, কেপ, টপ-বটম সেট ও শাড়ি। পুরুষের জন্য রয়েছে পাঞ্জাবি, লঙ ও হাফ-স্লিভ ক্যাজুয়াল শার্ট, পোলো, হেনলি ও টি-শার্ট, বিজনেস ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট, জিম ভেস্ট, সোয়েটপ্যান্টস ও ম্যাচিং বটমওয়ার। হালকা শীতে পরার জন্য ফুল-স্লিভ টিশার্ট ও সোয়েটার পোলোর নতুন স্টাইলগুলো ক্রেতাকে স্টাইল ও আরাম দুটোই এনে দেবে।
এই উইন্টার কালেকশনে আরও পাওয়া যাবে বিজনেস, ক্যাজুয়াল ও ফর্মাল ইভেন্টে
পরার উপযোগী ব্লেজারের দারুণ একটি ক্যাপসুল। পাশাপাশি টিন ও শিশুদের জন্য
শীত ও যেকোনো আয়োজনে পরার সকল ডিজাইন চোখে পড়বে নতুন কালেকশনে। লা রিভ হোম ও
অ্যাক্সেসরিজ বিভাগেও যোগ হয়েছে নতুন নতুন ডিজাইন। প্রতিষ্ঠানটি জানিয়েছে,
সারাদেশের সকল স্টোরে মিলবে তাদের এই নতুন কালেকশন। এ ছাড়াও অনলাইন স্টোর
www.lerevecraze.com বা অ্যাপ থেকে কেনা যাবে পোশাক।