ব্রেকিং |
গ্রাজিয়া সাময়িকীর প্রচ্ছদে মোহনীয় লুকে রাশমিকা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পিএম
দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা।
ভারতে আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা অনেকটা এগিয়ে। ‘পুষ্পা’, ‘সীতারামম’, ‘অ্যানিমেল’–এর মতো সুপারহিট বলিউড মুভির পর আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী।
আর সব ছাপিয়ে রাশমিকার প্রাকৃতিক সৌন্দর্য, আবেদনময় রূপ আর ফ্যাশন সেন্সের প্রশংসা না করলেই নয়। সম্প্রতি ইতালির ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের নভেম্বর সংখ্যার কাভার গার্ল হয়েছেন তিনি। একেক ছবিতে ধরা দিয়েছেন একেক লুকে। স্টাইলিশ রাশমিকার ছবিগুলো দেখে আসা যাক। ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির আউটফিটে ফ্রেমবন্দী হয়েছেন রাশমিকা। এর আগেও গ্রাজিয়ার ইন্ডিয়া ভার্সনে কাভার গার্ল হয়েছিলেন স্টাইলিশ রাশমিকা।