অঞ্জন’সের ঈদ কালেকশন, থাকছে বসন্ত ও গ্রীষ্মের পোশাক
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:৪২ এএম
ঈদকে আরও বেশি উৎসবমুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন ২০২৪।
ঈদকে আরও বেশি উৎসবমুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন ২০২৪। সব বয়সীদের জন্য এই আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দিয়ে। এবারের ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে; পোশাক ডিজাইন, রং নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এবারের কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার, কামিজ, ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারি। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টি–শার্ট ও কোটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার, কামিজ ও ফ্রক। রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ের শাড়িগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। এক্সক্লুসিভ শাড়িগুলোর জমিনজুড়ে এমব্রয়ডারি ও কারচুপি করা হয়েছে।
কটন, লিনেন, জ্যাকার্ড কটন, রেয়ন, সফট সিল্ক, ডুপিয়ানসহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার–কামিজ, সিঙ্গেল কামিজ ও শর্ট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপসগুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার–কামিজ পাওয়া যাবে ঈদ আয়োজনে। এবার তাদের রয়েছে সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি। কটন, জ্যাকার্ড কটন, অ্যান্ডি কটন, রেয়ন কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এমব্রয়ডারি, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কোটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফ স্লিভ শার্ট ও ফতুয়া রয়েছে তাদের কালেকশনে।
সিলভার ও বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডসের সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ও ঐতিহ্যমণ্ডিত নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়িসহ বিভিন্ন ধরনের গয়না রয়েছে। প্রতিবারের মতো এবারও পরিবারের জন্য রয়েছে একই রঙ ও ডিজাইনে গ্রুপ পোশাক। অঞ্জন’সের আউটলেটের পাশাপাশি অনলাইন স্টোর www.anjans.com –এ পাওয়া যাচ্ছে ঈদ কালেকশনগুলো।