Logo
Logo
×

লাইফস্টাইল

ছোট ফ্ল্যাট, কোথায় করবেন শখের বাগান

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:৩৮ এএম

ছোট ফ্ল্যাট, কোথায় করবেন শখের বাগান

এই মৌসুম বাগান করার জন্য সেরা সময়।

এই মৌসুম বাগান করার জন্য সেরা সময়। কিন্তু ছোট ফ্ল্যাটে বাগান, অনেকের কাছেই কল্পনা মনে হতে পারে। কিন্তু এখানেই করতে পারেন নিজের বাগান। কিন্তু কীভাবে? সে কথাই জানাচ্ছি আমরা।

সবারই কম-বেশি বাগান করার শখ থাকে। সবুজ ঘাসের চাদর, তার উপর যত্নে সাজানো কোথাও ফুল গাছ, আবার কোথাও পাতাবাহার। সব মিলে দারুণ এক পরিবেশ। স্কয়ার ফুট মাপা ফ্ল্যাটে সেই স্বপ্ন যেন অধরাই রয়ে যায়। ইচ্ছাপূরণের এই চাবিকাঠিটা কিন্তু আপনার হাতের কাছেই রয়েছে। ফ্ল্যাট যতটুকুই হোক না কেন, ব্যালকনি বা বারান্দ তো আছেই। সেখানেই সেজে উঠতে পারে আপনার শখের বাগান। তাও যদি না থাকে তবুও করতে পারেন বাগান। জেনে নিন কীভাবে করবেন।

এক ঘরে ছোট্ট একটি বারান্দা, কোন অসুবিধা নেই। এখানেই করতে পারেন আপনা শখের বাগান। আগে মনে মনে একটা ছক এঁকে নিন। বিকেলে বসবার জন্য ছোট একটা জায়গা রেখে বাকিটা ছেড়ে দিতে পারেন বাগানের জন্য। এই জায়গাতে ছোট টুল বা মোড়া রাখতে পারেন। অথবা ঝুলিয়ে দিতে পারেন দোলনা। বাকিটা আর্টিফিশিয়াল ঘাসে মুড়ে নিন।

ব্যালকনি ছোট হলে লোহার স্ট্যান্ড এবং হ্যাঙ্গার ব্যবহার করতে পারেন। তার আগে ঠিক করে নিন কী কী গাছ রাখতে চান বারান্দায়। আর গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে এমন গাছ বাছতে হবে যার পেছনে সময় কম দিতে হয়। আর খুব বেশি পরিচর্চার প্রয়োজন না হয়।

যদি গাছ সম্পর্কে আপনার ধারণা কম থাকে তবে কাছের নার্সারি থেকে ঘুরে আসতে পারেন। সেখানে গাছের ধরণ এবং দাম জেনে নিন। আপনার বাজেট অনুসারে কী কী গাছ নিবেন তার পরিকল্পনা করে নিন। অনেকের ধারণা ব্যালকনি গার্ডেন খরচসাপেক্ষ ব্যাপার। একদমই তা নয়, এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করে।

গাছগুলি এমন জায়গাতে রাখতে হবে যেন সঠিক মাত্রায় পানি ও সূর্যের আলো পায়। আমাদের দেশে এমনিতেও গাছে বেশি পানি দিতে হয়। আর ব্যালকনি যদি হয় দক্ষিণ বা পশ্চিমমুখী তবে পানির পরিমাণ বাড়াতে হবে। আপনার মিনি-গার্ডেন দিনে কতটা রোদ পায় খেয়াল রাখুন সেটাও।

বাগান শুধু সবুজ হলেই হবে না, কিছু রঙের ছোঁয়া রাখুন। তার জন্য বাগানে কিছু ফুলগাছ রাখুন। একটু লম্বা জায়গা হলে, লতা জাতীয় ফুলগাছ লাগাতে পারেন। জায়গা অনুযায়ী ছোট-বড় টব রাখুন। ব্যালকনির ছাদ বা রেলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন ছোট ছোট হ্যাঙ্গিং পট। সেখানেও রাখতে পারেন রঙিন ফুলের গাছ। এরপরেও যদি জায়গা থাকে তবে লাগাতে পারেন টমেটো, মরিচ এবং বেগুনের মতো কিছু সবজি।

ব্যালকনি না থাকলে জানালার বাইরে করতে পারেন গার্ডেন।

মৌসুম ভেদে ফুল বা গাছ আলাদা হয়। তাই সিজনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকুন আপনার মিনি-গার্ডেনের গাছ। গরমকালে সূর্যমুখী, শীতকালে গোলাপ, ডালিয়া ইত্যাদি বাড়িয়ে তুলবে ব্যালকনির সৌন্দর্য। পিটুনিয়ার মতো কিছু ফুল আবার ফুটবে প্রায় সারা বছরই।

আর যদি ব্যালকনি বা বারান্দাই যদি না থাকে, তাহলেও করতে পারেন বাগান। তাহলে ঘরের জানালার বাইরে লোহার র‌্যাক লাগিয়ে নিতে হবে। সেখানে বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারেন বাগান স্তর। লাগাতে পারেন সবজি থেকে ফুল-পাতাবাহার যেকোনো কিছু। তবে নিতে হবে নিয়মিত পরিচর্যা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন