Logo
Logo
×

লাইফস্টাইল

বিবি ক্রিমের ব্যবহার জানেন তো

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:০৩ এএম

বিবি ক্রিমের ব্যবহার জানেন তো

'বিবি' শব্দটির অর্থ ব্লেমিশ বাম বা বিউটি বাম। চটজলদি মেকআপ সেরে ফেলার দরকার হলেই মূলত মনে পড়ে বিবি ক্রিমের কথা। অনেকে আবার প্রতিদিনের মেকআপ হিসেবেও ব্যবহার করে থাকেন।

আমাদের দেশে বহু বছর ধরেই বিবি ক্রিমের ব্যবহার শুরু হয়েছে। কিন্তু এখনও অনেকের এই পণ্যটির ব্যবহার বুঝতে সমস্যা হয়।

আসুন জেনে নেওয়া যাক, বিবি ক্রিমের বিভিন্ন ব্যবহার। 

প্রাইমার হিসেবে

মেকআপের ক্ষেত্রে প্রাইমারের গুরুত্ব জানি আমরা সবাই। প্রাইমার ব্যবহার করতে না চাইলে এর বদলে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। মুখের দাগছোপ পুরো ঢাকা না পড়লেও হালকা হয়ে যাবে। ত্বক লাগবে দারুণ তরতাজা।

কনসিলার হিসেবে

যারা সচরাচর ভারি মেকআপ করেন না,  তাদের অনেকেরই আলাদা করে কনসিলার থাকে না। তাঁদের জন্য দারুণ সমাধান হতে পারে বিবি ক্রিম। চোখের নিচের কালো দাগ হালকা করে তুলতে সক্ষম এই মেকআপ পণ্যটি। তবে অনেক দিনের পুরনো দাগ বা চোখের কোল ফোলা হলে সেটা বিবি ক্রিম ঢাকতে পারবে না।

সানস্ক্রিন হিসেবে 

বিবি ক্রিমে এসপিএফ থাকে। ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন আলাদাভাবে না লাগালেও সমস্যা নেই। লাগিয়ে নিন বিবি ক্রিম। বিবি ক্রিমের ক্ষেত্রে ফাউন্ডেশনের মতো ব্লেন্ডিংয়ের ঝামেলা নেই, এতে মেকআপ চড়া হয়ে যাওয়ারও আশঙ্কা নেই। আঙ্গুলের ডগায় অল্প পরিমাণ নিয়ে আলতো হাতে চেপে চেপে ব্লেন্ড করে পুরো মুখে ছড়িয়ে দিন। মসৃণ ফিনিশিংয়ের জন্য ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করতে পারেন। শেষে কম্প্রেস পাউডার দিয়ে সেট করে দিন, থাকবে দীর্ঘক্ষণ।

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিবি ক্রিম পাওয়া যায়। কেনার আগে অবশ্যই এসপিএফ আছে কিনা দেখে নেবেন।



ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন