Logo
Logo
×

লাইফস্টাইল

চট্টগ্রামে ব্লুচিজের নতুন আউটলেট

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:২৮ এএম

চট্টগ্রামে ব্লুচিজের নতুন আউটলেট

দেশীয় আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লুচিজ তাদের আউটলেট খুলেছে বন্দর নগর চট্টগ্রামে।

দেশীয় আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লুচিজ তাদের আউটলেট খুলেছে বন্দর নগর চট্টগ্রামে। দেশের ফ্যাশন প্রেমিদে পোশাকে নতনত্ব দেওয়ার লক্ষ্যে ২০২১ সালে অনলাইনে যাত্রা শুরু করে ফ্যাশন ব্র্যান্ডটি। তারপর ঢাকার বনানীতে তাদের ফ্লাগশিপ স্টোর চালু করে। এবার চট্টগ্রামে তাদের আউটলেট চালু করেছে ফ্যাশন ব্র্যান্ডটি।

১৫ মার্চ চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় নতুন এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুজ্জামান, সহপ্রতিষ্ঠাতা সিমিন জামানসহ আরও অনেকে। বিকেলে ফিতা কেটে উদ্বোধন করা হয় নতুন আউটলেটের। বিক্রয়কেন্দ্রটি ঘুরে দেখা যায়, বিভিন্ন রং ও নকশার শার্ট, টি–শার্ট, পাঞ্জাবি, পায়জামা, সোয়েটার, হুডি, জ্যাকেট ও ডেনিম ট্রাউজার্স রয়েছে সেখানে। সবগুলোই ব্লুচিজের নিজস্ব ডিজাইনারদের করা।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুরু থেকেই ইচ্ছা ছিল চট্টগ্রামের ক্রেতাদের জন্য একটি আউটলেট চালু করা। দুই বছর পর সেটি সম্ভব হলো। ঢাকার মতো চট্টগ্রামের ফ্যাশন–সচেতন ক্রেতাদের মন জয় করে নিতে পারব বলে আমি মনে করি। ১৬ থেকে ৪০ বছর বয়সী কর্মজীবী নারী–পুরুষ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী আর ফ্যাশন–সচেতন ব্যক্তিদের জন্য এই ফ্যাশন ব্র্যান্ড।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন