ঈদে সবার জন্য আধুনিক পোশাক নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রাইজ।
ঈদে সবার জন্য আধুনিক পোশাক নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড রাইজ। তরুণদের কথা মাথায় রেখেই তৈরি হয় তাদের বেশিভাগ পোশাক। তাই পোশাকের জমিনে বেড়েছে প্রিন্টের ব্যবহার। আর পরিবারের সবার জন্য থাকছে মিনিমি কালেকশন।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবার জন্য সব ধরনের পোশাক দিয়ে সাজানো হয়েছে ঈদ কালেকশন। যা পাওয়া যাবে রাইজের সব আউটলেট ও অনলাইন শপে। আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনে ব্র্যান্ডটি রেখে চলেছে নিজস্বতার ছাপ। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে তারা প্রতি মৌসুম ও উৎসব উপলক্ষে নতুন সংগ্রহ নিয়ে আসে।
প্রতিবারের মতো এবারও রাইজের ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে ছেলেদের প্রিমিয়াম পাঞ্জাবি, কোটি ও মেয়েদের লাক্সারি সালোয়ার স্যুট। ঈদ গ্রীষ্মকালে হওয়ায় ক্রেতার আরাম ও স্বস্তির কথা মাথায় রেখে ফেব্রিক বাছাই করা হয়েছে। পাশাপাশি নতুন সংগ্রহে রঙের বৈচিত্র্য অনেক। আবহাওয়া ও আরামের কথা চিন্তা করে পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে ভালো মানের সুতি কাপড়। অন্যদিকে মেয়েদের এথনিক টপসে প্রাধান্য পেয়েছে জ্যাকার্ড সিল্ক, জর্জেট ইত্যাদি ফেব্রিকস।
ঈদের দিন ছাড়া ঈদের ছুটির অন্য দিনগুলোর কথা মাথায় রেখে রাইজে রাখা হয়েছে ঈদ ক্যাজুয়াল কালেকশন। এতে রয়েছে ছেলেদের ক্যাজুয়াল শার্টের বিশাল সংগ্রহ আর মেয়েদের ক্যাজুয়াল ফ্রক স্টাইল টপস ও কাফতান। এই কালেকশনে প্রিন্টের ব্যবহার হয়েছে বেশি।
এছাড়া রাইজ ঈদ উপলক্ষে এনেছে মিনিমি কালেকশন, যেখানে পরিবারের সবাই ম্যাচিং ড্রেস পেয়ে যাবেন। ব্র্যান্ডের নতুন লাইন-আপ হিসেবে যোগ হয়েছে ছেলে ও মেয়েদের পারফিউম এবং গ্রাফিতি ডিজাইনের ইনসুলেটেড ওয়াটার বোতল।