বছরপূর্তিতে পোশাকে ৩০ শতাংশ ছাড় দেবে স্পার্ক গিয়ার
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম
১৬ বছর পূর্তি উপলক্ষে এই ছাড় দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। ছবি: স্পার্ক গিয়ার
দেশের অন্যতম আধুনিক ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড স্পার্ক গিয়ারে রয়েছে আন্তর্জাতিক পোশাকের দারুণ সম্ভার। ফ্যাশনপ্রেমীদের জন্য তাদের প্রতিটি আউটলেটে রয়েছে ট্রেন্ডি সব আয়োজন। আগামী ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ফ্যাশন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে থাকছে ৩০ শতাংশ ছাড়।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, স্পার্ক গিয়ারের ১৬ বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল আউটলেটে চলবে এই বিশেষ ছাড়। বিশেষ ছাড়ে কেনা যাবে ছোট-বড় সবার জন্য মানসম্মত পোশাক।
স্পার্ক গিয়ারে প্রতিটি পোশাক আরামদায়ক কাপড়ে তৈরি। তাই স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন যেকোনো পোশাক। তাদের এই ছাড়ের তালিকায় থাকছে নিত্যদিনের সকল পোশাক। মূল্যছাড়ের এই আয়োজনে নারীদের জন্য রয়েছে নিট ফ্যাশন টপস, এথনিক ওয়ান পিস, ট্যাঙ্ক টপস, এথনিক, টপস লেগিংস,জেগিংসস, এথনিক টু পিস, বটম, ডেনিম,ট্রাউজার, কুর্তি,পালাজো ও শীতের উষ্ণতায় পছন্দনীয় তৈরি পোশাক।
ছেলেদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, ডেনিম প্যান্ট, পোলো টি শার্ট পায়জামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট, ব্লেজার, টাই ও নানাবিধ এক্সেসরিজ। মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, গার্লস থ্রি পিস, গার্লস সেট, লেগিংস টপস ও বটম। ছেলে শিশুদের জন্য থাকছে বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট,টি-শার্ট ওশীতের বৈচিত্র্যময় তৈরি পোশাক।
এছাড়াও মিলবে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনী। যার মধ্যে থাকছে ছেলে ও মেয়েদের জন্য পারফিউম। এছাড়া মেয়েদের প্রসাধনী সামগ্রী যেমন, ময়েশ্চারাইজার, টোনার, লিপস্টিক, নেলপলিশ, সেরাম, আইশ্যাডো, ব্লাশঅন, লিপবাম, হেয়ার অয়েল, ফেসওয়াশ, নানা ধরনের ক্রিম, লোশন ও শ্যাম্পুসহ অনেক আইটেম। গোল্ডেনরোজ ও প্যাস্টেল এর মত সহযোগী প্রতিষ্ঠান এর বিপুল কসমেটিক্স এর সমারোহ।
স্পার্ক গিয়ারের পক্ষ থেকে জানানো হয়, তাদের রয়েছে ফরমাল ক্যাজুয়াল ও বিজনেস ক্যাজুয়াল পোশাকের সম্ভার। রঙ, প্যাটার্ন এবং আরামদায়ক কাপড়ে প্রাধান্য পেয়েছে মৌসুমভিত্তিক নিরীক্ষাধর্মী ডিজাইন ও প্যাটার্ন। এছাড়া মিলবে দেশি-বিদেশি ব্র্যান্ডের নানা প্রসাধনী। যদিও এবারের ছাড়ে রাখা হয়েছে শুধুমাত্র আরএমজি পণ্যর উপর মূল্যহ্রাস।
ঢাকায় গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে রয়েছে বিশ্বমানের আউটলেট। এছাড়াও
ঢাকার বাইরে বগুড়ায় দুটি আউটলেট আরডি টাউয়ার জ্বলেশ্বরীতলা ও জজকোট
এরিয়ায়, রাজশাহীতে কাদিরগঞ্জে ও আলুপট্টিতে দু’টি শাখা, ময়মনসিংহ, সিলেট,
কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, বরিশালে, নোয়াখালী, যশোরে রয়েছে
স্পার্ক গিয়ারের বিশাল শোরুম। তাদের সবগুলো শোরুমেই মিলবে এই ছাড়।