Logo
Logo
×

লাইফস্টাইল

হোটেল আগ্রাবাদে মিশরীয় ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম

হোটেল আগ্রাবাদে মিশরীয় ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন

হোটেল আগ্রাবাদে মিশরের ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

হোটেল আগ্রাবাদে মিশরের ঐতিহ্যবাহী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার উদ্বোধন করেন হোটেল আগ্রাবাদের নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

ফেস্টিভ্যাল উপলক্ষে হোটেল আগ্রাবাদে যোগ দেন মিশরের বিখ্যাত শেফ করিম। শেফ করিম মিশরের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতে খ্যাতি রয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসানুল ইসলাম, এজিএম রায়হান কায়সার, রুম ডিভিশন ম্যানেজার এবং মনিরুল আলম সরকার, সিনিয়র ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। মিশরের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের সাথে চট্টগ্রামের মানুষকে পরিচয় করিয়ে দেয়ায় এই ফুড ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য। 

উল্লেখ্য, হোটেল আগ্রাবাদ ১৯৭০ সাল থেকে দেশি–বিদেশি অতিথিদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন