Logo
Logo
×

লাইফস্টাইল

গ্রীষ্ম উৎসবে দেশীদশ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০২:০৯ পিএম

গ্রীষ্ম উৎসবে দেশীদশ

দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশে শুরু হয়েছে গ্রীষ্ম উৎসব

ছয়ঋতুর প্রথম ঋতুই গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানেই তপ্ত রোদ, গরম, হঠাৎ বৃষ্টি বা ঝড়। জনজীবনে যার প্রভাব পড়ে কখনো বৃষ্টিতে আবার কখনো কাঠফাটা রোদে। এরমধ্যেই এমন পোশাক নির্বাচন করতে হয় যা আমাদের স্বস্তি দিবে; আরাম দিবে তীব্র তাপদাহ, আর্দ্রতা বা হঠাৎ আসা বৃষ্টি থেকে। তাই এসময়ে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশে শুরু হয়েছে গ্রীষ্ম উৎসব।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দশটি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত দেশীদশ। অনন্য ভাবনায় গঠিত দেশীদশ জন্মলগ্ন থেকে গত ১৫ বছরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে নিরন্তর কাজ করে চলছে ।

গ্রীষ্মকালীন সময়ের সকল পোশাক প্রদর্শনী হবে দেশীদশ এর ঢাকার বসুন্ধরা সিটি লেভেল চারে, সিলেটের কুমারপাড়া, চট্টগ্রামের পাঁচলাইসের আফমি প্লাজায় অবস্থিত আউটলেটগুলোতে। এই আয়োজনে থাকবে গ্রীষ্ম উৎসবের আরামদায়ক পোশাক যা ক্রেতাকে এই গরমেও স্বস্তি দিবে। গ্রীষ্ম উৎসবের আয়োজনে থাকবে শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, টপস, কামিজ এর পাশাপাশি শাড়ি, পাঞ্জাবী, স্ট্রিচ ড্রেস (থ্রি-পিস), আনস্ট্রিচ ড্রেস ইত্যাদি।

১৭ই মে থেকে দেশীদশে শুরু হওয়া গ্রীষ্ম উৎসব চলবে ২৭শে মে অবধি।আউটলেটের পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হবে গ্রীষ্ম উৎসব এর আয়োজন। দেশীদশ এর ফেসবুক পেজ  https://www.facebook.com/deshidosh2009 এও দেখা যাবে এই আয়োজনের বর্ণিল সব পোশাক।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন