Logo
Logo
×

লাইফস্টাইল

ছেলেদের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি এনেছে ইজি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১১:২৯ পিএম

ছেলেদের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি এনেছে ইজি

ছবি: ইজি

ছেলেদের ঈদ ফ্যাশনে অন্যতম অনুষঙ্গ পাঞ্জাবি। সকালে নামাজের মাধ্যমে শুরু হয় ঈদ উদযাপন। তাই পাঞ্জাবি ছাড়া ছেলেদের দিনটিই যেন শুরু হয় না। ঈদ এবং ফ্যাশনে বিষয়টি মাথায় রেখে ইজি নিয়ে এসেছে বাহারি ডিজাইন ও রঙের পাঞ্জাবি।

নতুন পাঞ্জাবি ছাড়া ঈদের আনন্দই যেন ধুসর ও বর্ণহীন। এ ক্ষেত্রে যদি ডিজাইন আর রঙে বৈচিত্র্য ও ভিন্নতা থাকে তাহলে মন্দ হয় না। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরাবরই একধাপ এগিয়ে ফ্যাশন হাউজটি। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়া ও দেশের সকল জেলাতে রয়েছে ইজির শোরুম।

সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে তাদের শোরুমগুলোতে। পাঞ্জাবির পাশাপাশি থাকছে নতুন নতুন ডিজাইনের শার্ট। এ ছাড়াও থাকছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি ও কাবলি সেট।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন