Logo
Logo
×

লাইফস্টাইল

শীতের সকালে কুসুম গরম লেবু–পানি পান করার ৭ উপকারিতা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৯ পিএম

শীতের সকালে কুসুম গরম লেবু–পানি পান করার ৭ উপকারিতা

কুসুম গরম লেবু–পানির অসাধারণ গুণাবলী

১. হজম প্রক্রিয়ার উন্নতি

কুসুম গরম পানি হজমপ্রক্রিয়াকে উত্তেজিত করে এবং লেবুর রস পিত্তরসের উৎপাদন বাড়ায়, যা খাদ্য ভাঙতে সাহায্য করে এবং হজম সহজ করে।

২. ডিটক্সিফিকেশনের সহায়তা

লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড যকৃতকে কার্যকর করে তোলে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। গরম পানিও এই প্রক্রিয়ায় সহায়ক।

৩. শরীরে পানির যোগান

সারা রাতের অনাহারের পর সকালে কুসুম গরম লেবু–পানি শরীরে পানি যোগান দেয় এবং আমাদের সতেজ ও প্রাণবন্ত করে তোলে, যা সারা দিন আমাদের কর্মক্ষম রাখে।

৪. ওজন নিয়ন্ত্রণ

লেবুর রসে পেকটিন নামক একধরনের আঁশজাতীয় উপাদান থাকে, যা ক্ষুধা কমায়। গরম পানির সাথে মিশে শরীরকে পরিপূর্ণ রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে তোলে। পর্যাপ্ত পানি পান করলে ত্বকে উজ্জ্বল আভা আসে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের ঠান্ডা-সর্দিসহ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।

৭. দেহকে ক্ষারীয় করা

লেবুর স্বাদ অম্লীয় হলেও এটি দেহকে ক্ষারীয় করে এবং বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে। এটি পিএইচ মাত্রা ঠিক রেখে অম্লের সমস্যা দূর করে।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন