আলিয়ার শাড়িটি ৩০ বছরের পুরোনো, বানাতে সময় লেগেছে ৩৫০০ ঘণ্টা
লাইফ স্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০১:১১ এএম
বডি জুয়েলারি এখন জনপ্রিয়তার তুঙ্গে। শাড়ির ব্লাউজে বডি জুয়েলারির ব্যবহার কয়েক বছর ধরেই আছে চলতি ধারায়। আলিয়া ভাট নামকরা ভারতীয় ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি-সন্দ্বীপ খোসলার নকশা করা এই শাড়ি পরে যোগ দেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত হোপ মেট গালায়।
এই ইভেন্টের আয়োজকদের একজন আলিয়া ভাট। ‘সালামা বোম্বে’ ফাউন্ডেশনের হয়ে টাকা তুলছেন তিনি। এই অর্থ খরচ হবে ভারতের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জন্য। শাড়িটি ৩০ বছরের পুরোনো। তৈরি করা হয়েছিল ১৯৯৪ সালে। শাড়িটি তৈরি করতে সময় লেগেছে ৩ হাজার ৫০০ ঘণ্টা। মসলিনের শাড়ির ওপর সিল্কের সুতা দিয়ে অ্যামব্রয়ডারি করা হয়েছে। ছিল জরির কাজ আর মুক্তার ব্যবহারও।
এই শাড়ির সঙ্গে সাজ আর গয়না মিলিয়ে ছিল মিনিমালিস্টিক লুক। কানে পরেছিলেন এমারেল্ড পাথরের টপ। শাড়ির নকশা যাতে ভালোভাবে ফুটে ওঠে, তাই গলা খালি-ই রেখেছিলেন। এমনকি হাতে বা আঙুলেও ছিল না কোনো গয়না। চোখ আর ঠোঁটের সাজও যেটুকু না হলেই নয়, কেবল সেটুকুই।