Logo
Logo
×

লাইফস্টাইল

বিয়ের দাওয়াতে সাজতে পারেন জমকালো বেনারসিতে

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ এএম

বিয়ের দাওয়াতে সাজতে পারেন জমকালো বেনারসিতে

বাঙালি নারীদের বড় সাধের শাড়ি বেনারসি। আভিজাত্যের সঙ্গে মিশে আছে এই শাড়ির নাম। বছরের বেশিরভাগ সময় আলমারিতে যত্ন করে তোলা থাকলেও শীতের এই দাওয়াতের মৌসুমে ভাঁজ খুলে অন্তত একটিবার বেনারসিতে সেজে উঠতে পারেন।
শীতে বিভিন্ন পার্টি, অনুষ্ঠান আর বিয়ের দাওয়াতে জমকালো বেনারসি শাড়িতে সাজের অনুপ্রেরণা হতে পারে বলিউড অভিনেত্রীদের বিভিন্ন লুক। ’

কারিনা কাপুর খান
ঐতিহ্যবাহী শাড়িতেও যে ফিউশন সম্ভব, সেটিই দেখিয়েছেন নবাবপত্নী কারিনা। অফ-শোল্ডার নেকলাইনের ব্লাউজ আর কুচি-আঁচলের ভিন্নতা সত্ত্বেও কারিনা একটি ভিন্টেজ প্লিটেড শাড়ি লুক তৈরি করতে সক্ষম হয়েছেন।

ম্রুনাল ঠাকুর
এ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী তিনি। পুঁই রঙের বেনারসির সঙ্গে মিলিয়ে পড়েছেন স্লিভলেস ব্লাউজ। বড় ঝুমকা, কুন্দনের মাল্টিকালারড চুড়ি, আর খোঁপার গাজরাতেই তাঁর ছিমছাম অথচ মোহনীয় লুক।

দীপিকা পাড়ুকোন
সব্যসাচী মুখার্জীর নকশা করা সোনালি সুতায় রয়েল ব্লু রঙের এই শাড়িতে দীপিকা যেন রানি লাগছিল! গোল গলার সাধারণ ফুলস্লিভ ব্লাউজ আর সোনার গহনা পরেছিলেন বলিউড ডিভা, সাজেও ছিল না ফ্যাশনধর্মী বা নায়িকাসুলভ কোনো নিরীক্ষা।

মাধুরী দীক্ষিত
৫৭ বছর বয়সেও দারুণ গ্ল্যামারাস মাধুরী দীক্ষিত। যেমন ফিটনেস তেমন তাঁর সাজ। মাধুরীর এই গাঢ় সবুজ রঙের শাড়িতে ছিল সোনালি বুটির কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে স্বর্ণের গয়না, গলার পাতলা হার, কপালের ছোট টিপ, আর খোঁপায় জড়ানো ফুল- সবাই মুগ্ধ ‘ধাক ধাক’ গার্লের সাদামাটা সাজেই।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন